চিলমারীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছেলের

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৮:০০

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
প্রতীকি ছবি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বাবার সাথে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে লিটন মিয়া (১৮) নামে এক যুবকের মুত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিটন মিয়া রমনা ব্যাপারী পাড়া এলাকার জেলে সুন্দর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া এলাকার জেলে সুন্দর আলী নিয়মিত ব্রহ্মপুত্র নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনেরমতো সোমবার রাত ৩টায় বাবার সাথে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায় লিটন মিয়া। নৌকা থেকে জাল টানার এক পর্যায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জালের রশি পায়ে জড়িয়ে মাঝ নদীতে পড়ে নিখোঁজ হয় সে। পরে সুন্দর আলীর চিৎকারে নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা ছুটে আসে এবং মিঠুকে খুঁজতে শুরু করে।

 দীর্ঘ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর দেড়টায় তার মরদেহ উদ্ধার করে।

রমনা মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রোকনুজ্জামান স্বপন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নদীতে থাকা অন্য জেলেরা অনেক খোঁজা-খুজির পর তার মরদেহ উদ্ধার করে।