যশোরের শার্শায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ২৯ এপ্রিল ভোরে উপজেলার নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) ও কায়বা ইউনিয়নের বাগুড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বাগুড়ী এলাকার মৃত সরোয়ার সরদারের ছেলে মাহামুদ আলী (৫৫) ও যাদবপুর (ঘোষপাড়া) এলাকার মৃত হাবিবুর রহমান মোড়লের ছেলে বিল্লাল হোসেন মোড়ল (৩৫)।
শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আটককৃতদের যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।