মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ২

শার্শা (যশোর)‌ প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৭:১৫
শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ২
পুলিশের হাতে আটক ২ আসামী

যশোরের শার্শায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২৯ এপ্রিল ভোরে উপজেলার নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) ও কায়বা ইউনিয়নের বাগুড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বাগুড়ী এলাকার মৃত সরোয়ার সরদারের ছেলে মাহামুদ আলী (৫৫) ও যাদবপুর (ঘোষপাড়া) এলাকার মৃত হাবিবুর রহমান মোড়লের ছেলে বিল্লাল হোসেন মোড়ল (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন এজাহারভুক্ত এক আসামি বাগুড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে মাহামুদ আলীকে আটক করা হয়। অপর আরেক অভিযানে নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) থেকে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেন মোড়লকে আটক করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আটককৃতদের যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে