ঝিনাইগাতীতে ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্বার
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৭

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৪টায় গারো পাহাড়ের গহীন জঙ্গলে গজনীর জিরো পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে বস্তা ভর্তি ৫৭০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্বার করা হয়েছে ।
শেরপুর পুলিশ সুপার আমিনূল ইসলামের নির্দেশে অভিযানে ওসি তদন্ত রবিউল আজম, এসআই হারুন, হাশেম ও জামাল হোসেন সহ সঙ্গিয় ফোর্স সাহসিকতার সহিত সিমান্ত অঞ্চলে এ অভিযান পরিচালনা করেন । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মুখোশ পড়ে দৌড়ে পালিয়ে যায় । পরে বস্তা ভর্তি ভারতীয় মদের বোতল উদ্বার করে থানায় নিয়ে আসে ।
থানায় বস্তার সেলাই কেটে রয়েল স্টিক, রয়েল গ্রীন, আইকোনিট হোয়াইট, হুইসকি সহ সাত প্রকার ব্রেন্ডের অবৈধ ভারতীয় ৫৭০ মদের বোতল বাহির করে স্থানীয় সাংবাদিকেদের ব্রিফ করেন ঝিনাইগাতী থানা পুলিশ । এ ব্যাপারে অফিসার্স ইনচার্জ আল আমিন জানান, আজ ভোরে অভিযান পরিচালনা করে ভারতীয় মদের বোতল উদ্বার করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা । কাউকে গ্রেপ্তার করা যায় নি পুলিশের তদন্ত চলছে ও আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি চোরাকারবারীরা সক্রিয় হয়ে অবৈধ পন্থায় সিমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল আমদানি বৃদ্ধি পাওয়ার ফলে উপজেলাবাসীকে ভাবিয়ে তুলেছে বলে এলাকাবাসীরা জানান ।