মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সদরপুরে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৩০
সদরপুরে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের সদরপুরে দিনব্যাপী উপজেলার প্রান্তিক পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ওবায়দুর রহমান (উপ-সচিব) পাট অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকগন অংশগ্রহন করেন। উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) ” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে