মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজারে ৫ ডাকাতসহ গ্রেপ্তার ৭: অস্ত্র-গুলিসহ, লুণ্ঠিত মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার
  ২৯ এপ্রিল ২০২৫, ১৬:০৪
মৌলভীবাজারে ৫ ডাকাতসহ গ্রেপ্তার ৭: অস্ত্র-গুলিসহ, লুণ্ঠিত মালামাল উদ্ধার
ছবি: যায়যায়দিন

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ঈদগাহ রোড আবাসিক এলাকায় এমদাদ মোহাম্মদ সিরাজ নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং-এ বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানায়,

গত ৩ ফেব্রুয়ারী রাত আড়াইটায় তার বসতঘরের ফটকের তালা কেটে ঘরের দরজার সিটকারী ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরে থাকা লোকদের ভয়ভীতি দেখিয়ে ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ছয় লক্ষ নয় হাজার টাকা লুন্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-০৮, তাং-০৬/০২/২০২৫ ইং, ধারা-৪৫৭/৩৯২ পেনাল কোড রুজু হয়।

পরে পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা এবং সিলেট জেলার ওসমানীনগর এবং এসএমপি সিলেট এর দক্ষিন সুরমা থানা এলাকায় তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কামরাখাইর গ্রামের ময়না মিয়ার পুত্র মোঃ রায়হান মিয়া (২৫),

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া এলাকার ইদ্রিস মিয়ার পুত্র আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার পারকুল গ্রামের সঞ্জব উল্লাহ'র পুত্র মোঃ আফাজ মিয়া (৪৯) কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে আসামী রায়হান মিয়ার বসতঘর হতে ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, আসামীদের আরও জিজ্ঞাসাবাদের পর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে অভিযান চালিয়ে

তাদের সহযোগী মোঃ মনর মিয়া (৫৫) সহ তার ঘরের গ্যারেজ হতে ২ টি দেশীয় তৈরি পাইপগান, হাইড্রোলিক কাটার, তালা কাটার সাবল, মুখোশ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, পরে সিলেট কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকা থেকে ঘটনায় জড়িত অশোক কুমার দে (৪০) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে আন্তজেলা ডাকাত দলের প্রধান আসামী তোফায়েল আহমদ তোফাে (৩৬) শ্রীমঙ্গল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতপ সিলেট শহরস্থ লালদিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট এর স্বপন কর্মকারের জুয়েলার্সে অভিযান করে লুন্ঠিত স্বর্ণের ক্রেতা দিনেশ কর্মকার (৬৫) কেও গ্রেফতার হয় এবং তার হেফাজত হতে বাদীর লুন্ঠিত ৪ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং স্বর্ণবিক্রির নগদ ৮ লক্ষ ছয় হাজার নয়শত বিরাশি টাকা উদ্ধার করা হয় ।

এছাড়াও সম্প্রতি মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউপির বাগারাই গ্রামে প্রবাসী আব্দুর রহিম এর বসতঘরের কেচি গেইটের তালা কেটে বসতঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার এবং নগদ ২ লাখ ৩৯ হাজার টাকা লুন্ঠন করার ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে।

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম।

আরো উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে