মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য!

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৫:৪০
আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য!
ছবি: যায়যায়দিন

২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রার্থী হয়ে রুহী আফজাল ও তাঁর বড় বোন রিটাকে আফজাল আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন বলে দাবী করছে বিএনপির একাংশ। অথচ এই রুহী আফজালকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির সদস্য করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রে ৫জনকে নতুন করে সম্মেলন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে রুহী আফজালের নামও রয়েছে। যা বিএনপির ভেরিফাইডপেজে প্রকাশও করা হয়েছে। এই তালিকা প্রকাশের পরই সিরাজগঞ্জ জেলা সদর ও রায়গঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকে রুহী আফজালকে বয়কটের ঘোষনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দলে অনুপ্রবেশ ঠেকাতে নানা নির্দেশনা দিচ্ছেন ঠিক সেই সময়ে রুহী আফজাল বিএনপিতে পদ পাওয়ায় দলের তৃনমুলের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন বলেন, বিগত ১৬ বছর বিএনপির রাজনীতির সাথে রুহী আফজালের কোন সম্পৃক্ততা ছিল না। এই নারীকে কখনো রাজনীতির মাঠে দেখা যায়নি। বিগত ১৬ বছরে বেলকুচি এবং রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে নির্বাচিত আওয়ামীলীগের এমপিদের সাথে মিলতাল করে ব্যবসা বানিজ্য করেছেন এবং এক সাথে চলেছেন। এমন একজন ব্যক্তিকে কিভাবে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে তা আমাদের বোধগম্য নয়। এই সিদ্বান্ত আমরা ঘৃনাভরে প্রত্যাখান করছি। দ্রুত সময়ের মধ্যে এই সিদ্বান্ত পরিবর্তন না করা হলে আমরা তাঁর বিরুদ্ধে মিছিল-সমাবেশ করবো।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আপনারা সংবাদ কর্মী আপনারাই ভাল জানেন বিগত সময়ে বিএনপির কারা মাঠে ছিল, আর কারা ছিল না। বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলার সম্মেলন প্রস্তুত কমিটিই রুহী আফজালের বিষয়ে ভাল বলতে পারবেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম বলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র কয়েকজন সাবেক নেতা ১৩জনকে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য করার জন্য সুপারিশ করেছিল। সেই তালিকা থেকে ৫জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ যদি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন না করে থাকে তাহলে জেলা বিএনপির সাবেক নেতারা কিভাবে তাদের জন্য সুপারিশ করলো?

গত ২ ফেব্রুয়ারী কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। সম্প্রতি বিভিন্ন অভিযোগ উঠায় এই কমিটির দুই সদস্যের পদ স্থগিত এবং একজনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এ অবস্থায় শনিবার (২৬ এপ্রিল) এই কমিটিতে আরও ৫জনকে অর্ন্তভূক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।

এ বিষয়ে রুহী আফজাল মুঠোফোনে বলেন, যারা আমার বিরুদ্ধে বলছে, আমি তাদের কোন অভিযোগের উত্তর দেব না। তবে তাদের বলতে চাই বিগত সময়ের নির্বাচনগুলোতে দলকে অর্থনৈতিক সহযোগিতা কে করেছে। মানুষ যে এতো অকৃতজ্ঞ হয় তা আমার জানা ছিল না।

আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, আমার পরিবারের মাত্র একজন সদস্য বড় বোন এক সময় আওয়ামীলীগ করতো, এখন আর করে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে