মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

উখিয়ায় স্বাস্থ্য সেবা বিষয়ক অবহিতকরণ সভা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৫:৩০
উখিয়ায় স্বাস্থ্য সেবা বিষয়ক অবহিতকরণ সভা
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের উখিয়ায় হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা কমিউনিটির চিকিৎসা সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (সীমান্ত বিহীন চিকিৎসা দল ) উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) যারীন তাফসিন তাসিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসরিন জেবিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম,রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রোমান, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ, এম এস এফ হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার নাদিম হায়দার ও প্রজেক্ট কোডিনেটর মমতাজ পারভীন।

সভায় কুতুপালং সহ ৩ টি এম এস এফ হাসপাতালে মাতৃ শিশুর মৃত্যুর হার কমাতে নিরাপদ ডেলিভারি , অর্থপেডিক্স, একজিমা,অপুষ্টি জনিত রোগ, অপারেশন সহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা, প্রজনন স্বাস্থ্য শিক্ষা, রেফার রোগীদের এ্যাম্বুলেন্স সুবিধা সহ স্বাস্থ্য সেবা প্রদানের কথা তুলে ধরা হয়।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধ সাংবাদিক ও এম এস এফ হাসপাতালের ডাক্তার ও উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে