মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

খুলনায় যুবককের রহস্যজনক মৃত্যু

খুলনা প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৫:২৬
খুলনায় যুবককের রহস্যজনক মৃত্যু
ছবি: যায়যায়দিন

খুলনায় মো. রাসেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়ক থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রাসেল রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে। তিনি পশ্চিম রূপসা পাড়ের মাছের একটি আড়তে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাসেল ইশা নামের এক মেয়েকে বিয়ে করে খুলনার সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে। পরবর্তীতে স্থানীয়রা জানতে পারে রাসেল মারা গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ।

খুলনা থানার এসআই নান্নু মন্ডল বলেন, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে স্ত্রী ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না হুকের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তিনি আত্মহত্যা না কি হত্যার শিকার হয়েছেন। রাতেই স্ত্রী ইসাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে