স্মার্ট কৃষিতে ‘খামারি’ মোবাইল অ্যাপের সাফল্য
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৫:১৭

রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘খামারি’ মোবাইল অ্যাপ ও ‘ক্রপ জোনিং সিস্টেম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এ কর্মশালার আয়োজন করে।
‘খামারি’ অ্যাপটি জিওস্পেশাল প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট কৃষি সহায়ক অ্যাপ। এর মাধ্যমে কৃষক নিজ জমির উপযোগী ফসল, সার সুপারিশ, মাটির স্বাস্থ্য ও আবহাওয়া সংক্রান্ত তথ্য সহজেই জানতে পারেন। বাংলা ভাষায় হওয়ায় এটি ব্যবহারবান্ধব এবং অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে সহজেই ডাউনলোডযোগ্য।
২০২২-২৩ ও ২০২৩-২৪ সালে দেশের বিভিন্ন উপজেলায় অ্যাপটির কার্যকারিতা যাচাই করতে শতাধিক প্রদর্শনী ট্রায়াল পরিচালিত হয়। এতে দেখা যায়, খামারি অ্যাপ ব্যবহারে কৃষকের সার খরচ ১৩% থেকে ৩৪% পর্যন্ত কমেছে এবং ফলন বেড়েছে ৫% থেকে ১০% পর্যন্ত।
বিএআরসি জানায়, আমন ও বোরো ধানে অ্যাপটির সুপারিশ প্রয়োগে প্রতি হেক্টরে কৃষক ১৫-১৬ হাজার টাকা লাভ করেছেন। জাতীয়ভাবে এ প্রযুক্তি প্রয়োগে বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকা আর্থিক সাশ্রয় সম্ভব।
বক্তারা বলেন, খামারি অ্যাপ কৃষিতে প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়ে উঠছে এবং এটি টেকসই কৃষির পথে বড় এক পদক্ষেপ।
কর্মশালায় সভাপতিত্ব করেন, বিএআরসি, এসআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মোশাররফ উদ্দিন মোল্লা।
এতে স্বাগত বক্তব্য প্রদান করেন, ক্রপ জোনিং প্রকল্পের বিএআরসি সয়েল এক্সপার্ট সাব্বির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী আঞ্চলিক বীজ প্রত্যায়ন এজেন্সি অফিসার ড মোতালেব হোসেন। ক্রপ জোনিং সিস্টেমের উপস্থাপনা করেন ক্রপ জোনিং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবিদ হোসেন চৌধুরী। খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক উপস্থাপনা করেন ক্রপ জোনিং প্রকল্পের পরিচালক (কম্পিউটার ও জিআইএস ইউনিট) হামিদুর রহমান।
যাযাদি/ এসএম