মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৫:০৯
দুর্গাপুরে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার দুর্গাপুরে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের ডিএসকে হাসপাতাল হলরুমে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ও আস্থা প্রকল্পের আয়োজনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা যুব ফোরামের আহবায়ক রাজেশ গৌড়। সভায় বক্তব্য দেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক নুরে আলম খান, যুগ্ম আহ্বায়ক মৃদুলা ইরিন মিরা প্রমুখ। সভা সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের মাঠ কর্মকর্তা ঝলমল সরকার।

সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

এলাকায় অনৈতিক কাজ, অনিয়ম ও দুর্নীতিসহ সকল নেতিবাচক ঘটনা ঘটলে অংগ্রহণকারীরা হুইসেল ব্লোয়ার হিসেবে ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে