মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৫:০৫
বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
প্রতীকি ছবি

শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে হামিদুর রহমান (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হামিদুর রহমান উপজেলার পশ্চিম ছনকান্দা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। এঘটনায় তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকালে বিদ্যুৎ সংযোগ ঠিক করার জন্য হামিদুর রহমান বৈদ্যুতিক খুঁটিতে উঠে। কাজ করার এক পর্যায়ে ইলেকট্রিক শক খেয়ে মাটিতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে