চট্টগ্রামে অজ্ঞাত প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৪:২০

চট্টগ্রাম ব্যুরো
প্রতীকি ছবি

চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তার শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে পাঠানটুলি এলাকার দামুয়া পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। লাশটি পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা আমাদের খবর দেয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে।

যাযাদি/ এসএম