মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
উপজেলা প্রশাসনের সহায়তা

রূপসায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

রূপসা (খুলনা) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৩:৪০
রূপসায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা

খুলনার রূপসায় বজ্রপাতে আরিফুল ইসলাম (২৮) নামে একজন হতদরিদ্র দিনমজুর যুবক বজ্রপাতে নিহত হয়। নিহত যুবক নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে যুবকের পরিবার।

যুবকটির বাড়ি রূপসা উপজেলার জাবুসা গ্রামে হাওয়ায় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন তার পরিবারের সাথে সাক্ষাত করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারকে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।

উল্লেখ্য গতকাল ২৮ এপ্রিল রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজের পাশে বিকালে গাছে উঠে মাইক স্থাপনের কাজ করার সময় আকস্মিকভাবে বজ্রপাতে সে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে