ফেনীর পরশুরামে একই এলাকা থেকে গতকাল রাতে দুটি সিএনজি চুরি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে দক্ষিণ গুথুমা গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত চালকরা জানান, সারাদিন পরশুরাম বাজারে বিভিন্ন এলাকায় গাড়ি চালিয়ে রাতে নিজ বাড়িতে গাড়ি রেখে দেন। চোরের দল ঘরের তালা ভেঙ্গে পৃথক স্থান থেকে সিএনজি দুটি চুরি করে নিয়ে যায়।
জানা যায়, দক্ষিণ গুথুমা আসসালাম মৌলভী বাড়ি থেকে মোঃ আজিমের একটি এবং একই গ্রামের নোয়াপাড়া গঠন সাহেবের বাড়ি থেকে মোহাম্মদ জাহাঙ্গীরের আরো একটি সিএনজি চুরি করে নিয়ে যায়।
সিএনজিচালক জাহাঙ্গীর বলেন, স্থানীয় এনজিও থেকে কিস্তিতে টাকা নিয়ে সিএনজি ক্রয় করেছিলেন। গাড়ি চালিয়ে যে ক'টাকা আয় হয় তা দিয়ে সংসার চালাতেন। গতকাল রাতে সিএনজি চুরি করে নিয়ে যাওয়া তিনি এখন সর্বশ্রান্ত হয়ে গেছেন।
পরশুরাম মন্ডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম দুটি সিএনজি চুরি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন সিএনজি উদ্বারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যাযাদি/ এসএম