তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন কারণে একাধিকবার কাউন্সিলের তারিখ পেছানো হয়েছে। তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি রতন মিয়া হত্যার ঘটনায় ১ম বার কাউন্সিল এর তারিখ পরিবর্তন করা হয়। সভাপতি পদে সাবেক সভাপতি বর্তমান আহব্বায়ক সাদুজ্জামান মোস্তফা এবং সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র যুগ্ম আহব্বায়ক সারোয়ার হোসেন লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহব্বায়ক শরীফুল মাহমুদ ভূইয়া শোয়েব, সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, যুগ্ম আহব্বায়ক আলেখ, সাবেক সাধারণ সম্পাদক এড. শাহরিয়ার খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি প্রার্থী সাইদুজ্জামান মোস্তফা ১৯৮৭ সালে সর্বপ্রথম সভাপতি নির্বাচিত হন। তারপর হইতে প্রতিবার কাউন্সিল এ তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী সভাপতি।
অপরদিকে সারোয়ার হোসেন লিটন তৃনমূল বিএনপি থেকে উঠে আসা জনবান্ধব নেতা। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। এবারের কাউন্সিল প্রতিদ্বন্দীতামূলক হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। এই কাউন্সিলে প্রতিটি ইউনিয়নে ৭১ জন কাউন্সিলর ভোট দিবেন। এ হিসেবে সাতটি ইউনিয়ন থেকে মোট ৪৯৭ কাউন্সিলর ভোট দিবেন।
আসন্ন কাউন্সিল নিয়ে তাড়াইল উপজেলায় নেতা কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তাড়াইল বাজারের প্রতিটি চায়ের দোকানে আলোচনার কেন্দ্র বিন্দু বিএনপির উপজেলা কাউন্সিল।
সভাপতি প্রার্থী সাইদুজ্জামান মোস্তফা জানান, ১৯৮৭ সাল থেকে আমি সভাপতি আহব্বায়ক এর দায়িত্ব পালন করে আসছি। আমি আশাবাদী এইবার তাড়াইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করবে।
যাযাদি/ এসএম