নাচোলে জামায়াতের গণসংযোগ ও দাওয়াতি সভা
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর শাখা ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে গণসংযোগ শেষে নাচোল মধ্য বাজারে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান ও নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইমরান আলী ও সেক্রেটারি তরিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম দ্বীন ইসলাম কায়েম করতে চায় বলেই সংগঠনের মাধ্যমে যোগ্য লোক তৈরি করছে। ইসলামী সমাজ, রাষ্ট্র ও সরকার কায়েম করতে হলে এ বিরাট কাজের উপযোগী লোক তৈরি করতে হবে।
এ লোক আসমান থেকে নাযিল হবে না, বা বিদেশ থেকেও আমদানি করা যাবে না। দাওয়াত ও সংগঠনের মাধ্যমে বিশ্ব নবী ( সা:) যেমন লোক যোগাড় করেছিলেন তেমনি জামায়াতে ইসলামী এ দেশের মানুষ থেকেই উপযুক্ত লোক তৈরি করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি উপস্থিত দ্বীনি ভাইদের উদ্দেশ্যে আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালেমা তাইয়্যেবার ঘোষণাকে মেনেই দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ্ তাআলাকে একমাত্র ইলাহ্ (হুকুমকর্তা) ও মুহাম্মাদকে (সা.) একমাত্র আদর্শ নেতা মেনে নিন।
আপনি যদি সত্যি তা মেনে নিয়ে থাকেন, তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত চিন্তা, কাজ ও অভ্যাস দূর করবেন এবং আল্লাহ্ ও তাঁর রাসূল (সা.)-এর বিরুদ্ধে কারো আনুগত্য না করার সিদ্ধান্ত নিন।
এ দুটো নীতি অনুযায়ী খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করতে চাইলে জামায়াতবদ্ধ হয়ে অসৎ লোকদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিন এবং সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ঈমানদার, আল্লাহ ভীরু, সৎ ও যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিন। জামায়াতে ইসলামী সংগঠনে যোগদানের উদ্দেশ্যে অনুষ্ঠান শেষে অনেকে সহযোগি সদস্য ফরম পূরণ করেন।
যাযাদি/ এসএম