চাঁদপুরের মতলব – বাবুরহাট পেন্নাই সড়কের সংস্কার কাজসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। সোমবার ২৮ এপ্রিল তিনি সরেজমিনে গিয়ে কাজের মান এবং কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
মতলব–বাবুরহাট-পেন্নাই সড়কের সংস্কার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। যেহেতু এ সড়কটি দিয়ে মতলব আইসিডিডিআরবি হাসপাতালে দেশের অসংখ্য জেলা উপজেলা থেকে প্রতিনিয়ত রোগী আসা যাওয়া করে। তাই উন্নয়ন কাজটি ভালোভাবে করা হচ্ছে কিনা তা দেখাশোনার দায়িত্ব সকলের। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে মতলবের চেহারাই পাল্টে যাবে ইনশাআল্লাহ।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান এবং সড়কের জনপদ বিভাগের কার্য সহকারি মো. নাসির উদ্দিন প্রমুখ।
তিনি আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে অস্থায়ী গরু বাজারের জন্য নির্ধারিত স্থানও পরিদর্শন করেন।