শহীদ কন্যা লামিয়ার পরিবারের পাশে বিএনপির স্বাস্থ্য সেল

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল  ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জসিম ও কন্যা নিহত লামিয়ার পরিবারের পাশে কেন্দ্রীয় স্বাস্থ্য সহায়তা সেল চিকিৎসক (পটুয়াখালী) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডা. মহিবুল্লাহ (রুবেল)।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১২টায় পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হসপিটালে যুবদল কর্মী শহীদ জসিমের পরিবারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও অর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য সহায়তা সেল(পটুয়াখালী) সদস্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডা. মহিবুল্লাহ (রুবেল) বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তার জন্য প্রত্যেক জেলায় জেলায় চিকিৎসা সহায়তা সেল গঠন করেছেন, পটুয়াখালী জেলার চিকিৎসা সেলের সদস্য হিসেবে কেন্দ্রীয় সমন্বয়কারী ডা.রফিকুল ইসলাম (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি)-এর নেতৃত্বে  আমরা এই পরিবারের সার্বিক চিকিৎসা সহায়তায় পাশে থাকবো। বর্তমানে লামিয়ার ছোট বোন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হসপিটালের আর এম ও ডাক্তার মশিউর রহমান এবং এখানের দায়িত্ব রত নার্সদের সাথে কথা বলেছি। বিএনপির পক্ষ থেকে  লামিয়ার বোনের সুচিকিৎসা নিশ্চিতে ও সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হবে।

যাযাদি/ এসএম