বরুড়ায় বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৫৩

বরুড়া প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার বরুড়ায় উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে নিহত দুই পরিবার ও আহত এক পরিবারকে নগদ ৫৭ হাজার ৫ শত টাকা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বরুড়া উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বজ্রপাতে মৃত্যুর সংবাদ শুনে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং একটি টিম নিয়ে নিহত কিশোরদের বাড়িতে ছুটে যান। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। 

এ সময় তিনি পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে নিহত জিহাদ হোসেন ও ফাহাদ হোসেন এর পরিবারকে পঁচিশ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এবং বজ্রপাতে আহত আবু সুফিয়ান এর চিকিৎসার জন্য সাড়ে ৭ হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ প্রদান করেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। পাশাপাশি সমাজের বৃত্তবানদের কে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

যাযাদি/ এসএম