মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

গাজীপুর সিটির সাবেক মেয়র মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৪
গাজীপুর সিটির সাবেক মেয়র মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
ছবি: যায়যায়দিন

গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর মেট্রো থানা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে পুবাইল মেট্রো থানা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এবং বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি ও পুবাইল মেট্রো থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সকালে গাজীপুর মহানগর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে রয়েছে বাদ আসর সালনায় গাজীপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা গাজীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নানের কবর জিয়ারত করবেন। ২৯ এপ্রিল অধ্যাপক এম. এ মান্নানের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। থাকবে মসজিদে, মসজিদে দোয়া ও মোনজাত। ২৮ ও ২৯ তারিখে থানায় থানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে । তার মৃত্যুবার্ষিকীর এই আয়োজনে অসহায় ও দুস্থ এবং বঞ্চিতদের মাঝে রিকশা, ভ্যানগাড়ী, সেলাই মেশিন, নগদ অনুদান দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়ও অধ্যাপক এম. এ মান্নান স্যারের স্মৃতির উদ্দেশ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে যা গাজীপুর জেলা বনাম মানিকগঞ্জ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে