মাকে মারপিট করায় ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ২১:৩৭

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে সাজু আহমেদ (২৪) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মুহাম্মদ আল-আমিন।
জানা গেছে,ডুমুরিয়া উপজেলার আরাজি সাজিয়াড়া গ্রামের বাবুল আহমেদের ছেলে এস এম সাজু আহমেদ তার বৃদ্ধা মাকে মারপিট করা সহ নিজ বাড়িতে অগ্নি সংযোগ করে।
এসময় ঘরে থাকা মুল্যবান আসবাবপত্র আগুনে ভুস্মীভূত হয়ে যায়। ভুক্তভোগী মায়ের অভিযোগের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে হাজির করেন। গণ উপদ্রব করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।
যাযাদি/ এম