সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ২০:১৪
গোপালগঞ্জে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
ছবি: যায়যায়দিন

"কালেকটিভ অ্যাকশন ফর রিইনফোর্সিং জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট জাস্টিস অ্যান্ড রিসাইলেন্স পলিসিস ইন বাংলাদেশ" প্রকল্পের আওতায় গোপালগঞ্জের বানিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে একটি প্রকল্প অবহিতকরণ কর্মশালা। সোমবার (২৮ এপ্রিল) সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিবুল ইসলাম তুষার। সভাপতিত্ব করেন সম্প্রীতি প্রতিবন্ধী গবেষণা ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক শুভ্রা শিকদার। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা লুইস রানা গাইন ও সেতু সূত্রধর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক টেকেরহাট শাখার ব্যবস্থাপক শাহরিয়ার বুলবুল, গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান মানিক, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, জলিরপাড় বানিয়ারচর ক্যাথলিক চার্চের ফাদার ডেভিড ঘরামী এবং বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর কান্তি শাখারী।

কর্মশালায় শুরুতেই সম্প্রীতি এইড ফাউন্ডেশন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার। এ সময় সংস্থার সেবা গ্রহণকারী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও তাদের অভিজ্ঞতা ও সেবার মান নিয়ে মতামত প্রকাশ করেন।

প্রধান অতিথি রাকিবুল ইসলাম তুষার বলেন, "জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে একটি বড় চ্যালেঞ্জ। আমাদের জীবন ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।" তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে