সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শায়েস্তাগঞ্জে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময়

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ২০:০৬
শায়েস্তাগঞ্জে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময়
ছবি: যায়যায়দিন

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধিজনের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী । বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের আমির অলিউল্লাহ জহির, নূরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল করিম, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক, শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ।

সভায় বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন- শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা। এখানে পুরোপুরিভাবে সকল দপ্তর চালু হয়নি। তাই উপজেলা পরিষদের স্থায়ী ভবন নির্মাণ করার জন্য কার্যক্রম চলমান রয়েছে। ভবন নির্মাণের সঙ্গে সব দপ্তর চালু করা সম্ভব হবে। তিনি বলেন- যারা অন্যায় করে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যারা ছাত্র-জনতার আন্দোলনে হামলা করেছে, তাদের বিচার হবে। তারা পার পাবে না। দেশকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে