গাজীপুরে মাটি কাটার দায়ে ১০ জনকে কারাদণ্ড
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ২০:০০

গাজীপুর সিটি করপোরেশনের কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় অপরিকল্পিতভাবে মাটি কাটার দায়ে ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ এপ্রিল) রাতে গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মামুনুর রশিদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে ওই ১০ জনকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন— গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস ও টঙ্গী (রাজস্ব) সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুজ্জামান হিমু ও আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস জানান, রোববার রাতে কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় কৃষি জমি থেকে অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। এমন খবর পেয়ে ওইসব এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কারখানা বাজার এলাকা থেকে তিনজন এবং ইসলামপুর এলাকা থেকে সাত জনকে আটক করা হয়। পরে ওই ১০ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, অবৈধভাবে অপরিকল্পিভাবে ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।