সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিএনপি'র ক্যাম্পেইন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৬
কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিএনপি'র ক্যাম্পেইন
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপি'র আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মসূয়া উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক, মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারন সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক জহির উদ্দিন বাদশা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রিন্স, উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাজাহান, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়াদী উপজেলা উলামা দলের সভাপতি আব্দুল কাদির, লোহাজুরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ বাবুল মেম্বার, সহ-সভাপতি জসিম উদ্দিন মেম্বার, আচমিতা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জামাল ব্যাপারী, আচমিতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হক তারু, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেফায়েত উল্লাহ আঙ্গুর, জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন হারুন, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ কাজল মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উদ্দিন দয়াল, আচমিতা ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা মহিউদ্দিন সরকারসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন। পরে মসূয়া ও বেতাল বাজারের প্রধান প্রধান সড়কে পথচারী, দোকানী ও যানবাহনের যাত্রী ও চালকদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে