দ্বন্দে কোনো আনন্দ নাই/ আপোস কারো ভাই’/ রিগ্যাল এইড পাশে কোনো চিন্তা নাই’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ইম্পাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় এক আইনি পরামর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন , প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, হিসাব রক্ষণ অফিসার একরামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পরভীন, সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম মিয়া সেহেল, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম, পানিমাছকুটি মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ।
একশন এইড বাংলাদেশ-এর কার্যক্রমসহ এর আওতায় চাইল্ড স্পন্সরশীপ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন ওই প্রকল্পের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচীতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধানগণ ও শিক্ষার্থী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।