লক্ষ্যমাত্রা ১৩ হাজার মেট্রিক টন চাল ও ৭শ মেট্রিক টন ধান

দুপচাঁচিয়ার তালোড়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৯:০০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:১০

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় দুপচাঁচিয়া খাদ্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।  ২৮ এপ্রিল সোমবার বিকালে তালোড়া খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি শাহরুখ খান। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস, খাদ্য পরিদর্শক কৃষ্ণ কুমার, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, তালোড়া পৌর যুব দলের আহ্বায়ক এমদাদুল হক, তালোড়া চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সুবাস প্রসাদ কানু, ব্যবসায়ী হাছেন আলী খান, মাসুম প্রমূখ।

 

এবার ৪৯ টাকা কেজি দরে ১৩ হাজার ১শ ৪৬ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ৭শ ৭০ মেট্রিক টন ধান এ উপজেলায় সংগ্রহ করা হবে।