বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় দুপচাঁচিয়া খাদ্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার বিকালে তালোড়া খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি শাহরুখ খান।
এবার ৪৯ টাকা কেজি দরে ১৩ হাজার ১শ ৪৬ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ৭শ ৭০ মেট্রিক টন ধান এ উপজেলায় সংগ্রহ করা হবে।