চৌগাছায় বজ্রপাতে ৩টি গরুর মৃত্যু

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার ২৮ এপ্রিল বেলা তিনটার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

 

নারয়ণপুরে গ্রামের বাসিন্দা মাস্টার তৌহিদুল ইসলাম ও জামায়াত নেতা তুহিনুর রহমান জানান, একই গ্রামের কৃষকরা মাঠের পতিত জমিতে ঘাস খাওয়ার জন্য ১০/১২ টি গরু বেধে রাখেন।

 

হঠাৎ মেঘের গর্জন ও বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত হলে গ্রামের মৃত আবু বক্করের ছেলে সাইফুল ইসলামের একটি গাভী ও একটি বাছুর  এবং নারায়ণপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আজিজুর রহমানের একটি এঁড়ে বাছুর মারা যায়।

গরু তিনটির আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা।

 

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ভোদড় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।