সাতক্ষীরায় ৪৪ মামলা ও বহু নির্যাতনের শিকার যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সাতক্ষীরা জেলা যুবদলের সর্বশেষ কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। আওয়ামী লীগ সরকারের আমলে ৪৪ টি মামলা ৯ বারে প্রায় দেড় বছর কারাভোগ করেছেন।ফলে  এতে তিনি ব্যবসায়ীক ও অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতো মামলার হামলার পরও তিনি দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি নেতাকর্মীদের রেখেছেন উজ্জীবিত। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির নিকট সিভি জমা দিয়েছেন।

আইনুল ইসলাম নান্টা ১৯৯১ সালের ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনৈতিক আঙ্গনে আসেন। দ্বায়িত্ব পালর করেছেন সাতক্ষীরাপৌর ছাত্রদলের ৩নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক, পৌর ছাত্রদলের সদস্য, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক, পৌর যুবদলের নির্বাচিত সাধারন সম্পাদক, পরবর্তী জেলা যুবদলের কমিটিতে পরিবেশ বিষয়ক সম্পাদক, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সাতক্ষীরা জেলা শাখার প্রথম সাধারন সম্পাদকের। পরবর্তীতে,  ২০১৩ সাতক্ষীরা জেলা যুবদলের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরপর ২৪ সালের  ৫ জানুয়ারী থেকে ২৪ এর ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি জেলা যুবদলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন । সেখান থেকে জেলা যুবদলের কমিটি না থাকলেও তিনি দলের সকল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী নেতা কর্মীদের সাথে নিয়ে পালন করে আসছে। এছাড়া তিনি স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে  একাধিকবার সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর এবং প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন।

বহু হামলা, মামলা ও নির্যাতনের শিকার আইনুল ইসলাম নান্টা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন কর্মকান্ডের মধ্যে বিগত (১/১১) ওয়ান ইলেভেন এবং ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার নির্যাতনে ৪৪টি মিথ্যা মামলায় ৯ বার কারাভোগ করেছি।  বিভিন্ন সময়ে সর্বসাকুল্যে প্রায় দেড় বছরের বেশী কারাভোগ করেছেন বলে তিনি জানিয়েছেন। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক আমার পরিবারের উপর কয়েকবার হামলা হয় এবং আমার বৃদ্ধ বাবা কে মারধর করে কলার বন (পাজড়েড় হাড়) ভেঙ্গে দেয়। এছাড়াও আওয়ামী সন্ত্রাসী পুলিশ আমার ৬ বছরের শিশু বাচ্চার বুকে শর্টগান ধরে আমার পরিবারের উপর বহুবার অমানষিক অত্যাচার করে। তারপরেও দলের প্রতি সাবেক সফল ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনুগত্য ও বিশ্বাস নিয়েই এই দলের সাথে সম্পৃক্ত আছি। 

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শেখ তারিকুল হাসান বলেন, যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা দলের দুঃসময়ে কখনই পিছু না হটে কর্মসূচী সফল করতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, প্রকাশ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আওয়ামীলীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনার সময়ে নেতৃর্ত্বের অগ্রভাগে থেকেছেন। দলের কঠিন দুঃসময়ে আইনুল ইসলাম নান্টার নেতৃত্ব, ত্যাগ, হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি মানবিক কর্মসূচীগুলো দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে হয়েছে। 

জেলা ও উপেজেলা যুবদলের একাধিক নেতা-কর্মী জানান, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ২৮শে অক্টোবর ২০২৩ সালের পর থেকে সাতক্ষীরায় দলের হাল ধরার কেউ ছিল না। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর ভার্চুয়াল নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা রাজপথ প্রকম্পিত করে আইনুল ইসলাম নান্টা। পরবর্তীতে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান সক্রীয় অংশগ্রহন ও আন্দোলন সফল করার ভুমিকা রাখেন তিনি।

জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা দেশছেড়ে পালিয়ে যাবার পর সাতক্ষীরা জেলা শহরের হিন্দু সম্প্রাদায়ের মধ্যে খানিকটা অস্থিরতা সৃস্টি হলে যুবদল নেতা ও পৌর কাউন্সিলর হিসেবে আইনুল ইসলাম নান্টা তাৎক্ষনিক ছুটে যান সনাতন ধর্মবরম্বীদের নিকট। তিনি প্রতিটি মন্দির রাত জেগে পাহাড়ার ব্যবস্থা করেন। 

উল্লেখ্য: ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। সেখান থেকেই অভিভাবক শূন্য হয়ে পড়ে সাতক্ষীরা জেলা যুবদল । সম্প্রতি গত ১৫ এপ্রিল সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটির জন্য সিভি জমা দেওয়ার নির্দেশনা দেয় যুবদলের কেন্দ্রীয় কমিটি।