নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) ‘ দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালির উদ্ধোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক ড. এ কে এম এমদাদুল হক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম রাজীবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক মুকুল, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, অ্যাডভোকেট দিলোয়ারা বেগম প্রমুখ।