সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নলছিটিতে পৃথক দু‌টি মোবাইল কোর্টের অভিযানে জ‌রিমানা

নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি
  ২৮ এপ্রিল ২০২৫, ১৭:০৬
নলছিটিতে পৃথক দু‌টি মোবাইল কোর্টের অভিযানে জ‌রিমানা
ছবি: যায়যায়দিন

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের ভ্রাম‌্যমাণ আদাল‌ত পৃথক দুটি অভিযান প‌রিচালনা ক‌রে জ‌রিমানা আদায় ক‌রে‌ছেন।

সোমবার (২৮ এপ্রিল ) নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মেসার্স শুকতারা ব্রিকস এর স্বত্তাধিকারী কবির হোসেন জমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক দুই লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অর্থদন্ড আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

একইসাথে, পৃথক আরেকটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারার বিধান মোতাবেক লিটন মাঝি কে গাঁজা বহনের অপরাথে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটক লিটন মাঝি নলছিটি পৌরসভার অনুরাগ গৌড়িপাশা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক লিটন মাঝি ঐ এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক সহ আটক করে নল‌ছি‌টি থানা পু‌লি‌শের একটি দল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । তার নামে নলছিটি থানায় একাধিক মামলা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির ইউএনও মো. নজরুল ইসলাম। এ অভিযান পরবর্তী‌তেও অব্যাহত থাকবে বলে তি‌নি জা‌নিয়ে‌ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে