“দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র্যালী, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ খাদেম উল কায়েছ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বদরুল হোসোন ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট আব্দুল ওয়াহিদসহ অন্যন্যরা ।
আলোচনা সভায় বিচার প্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।