সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ও সদর উপজেলার চিনাউড়া বিওপি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ৯৮ হাজার ৪০০ টাকার ভারতীয় বিড়ি ও শাড়ির জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২০৯/৫-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিলডোয়ার নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৮০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে। এই বিড়ির আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।
অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২১৬/এমপি থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৩৪৫ পিস মালিকবিহীন ভারতীয় শাড়ি জব্দ করে। এই শাড়িগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় বিড়ি ও শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।