টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা উদযাপিত
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৬:৩৩

টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সামবার(২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে দিবসের আলোচনা সসভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাওছার আহমেদ, জেলা স্পেশাল জজ দিলারা আলো চন্দনা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার আবু তাহের, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি জহুর আজহার খান, সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন, সরকারি কৌসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে টাঙ্গাইলের আদালত প্রাঙ্গণে বিভিন্ন আইনগত সহায়তা কেন্দ্রের সমন্বয়ে মেলার আয়োজন করা হয়।