সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ক্ষেতলালে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৯
ক্ষেতলালে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
ছবি: যায়যায়দিন

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি (৮) হত্যার ঘটনায় জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিহত কাফি উপজেলার আলমপুর ইউনিয়ন সহলাপাড়া গ্রামের ইকবাল খন্দকারের ছেলে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা গেটের সামনে থেকে এ বিক্ষোভ সমাবেশ বের হয়ে থানা বাজার পর্যন্ত যায়। পরে সেখানে বক্তব্য শেষে বিক্ষোভকারীরা পূর্ব বাজার হাসপাতাল মোড়ে এসে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নিহত কাফির বাবা ইকবাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র শাহিনুর ইসলাম, ক্ষেতলাল উপজেলা ও আলমপুর ইনিয়ন ছাত্র প্রতিনিধি আতিক ইসলাম আকাশ, জাতীয় নাগরিক পাটির জোবায়ের হোসেনসহ আরও অনেকেই। এসময় শিক্ষার্থী কাফির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

গত শুক্রবার(১৮ এপ্রিল) বিকেলের দিকে খেলার কথা বলে কাফি খন্দকার বাড়ি থেকে বের হয়ে যায়।কালীতলা-আলমপুর ইউনিয়ন পরিষদ রোডে শহলাপাড়া মোড়ে মোশারফ হোসেনের দোকানের সামনে সন্ধ্যার আগমুহূর্তে ওই শিশুটিকে খেলতে দেখা গেলেও তার পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার ১ সপ্তাহ পর এনামুলের বাড়ির পূর্ব দিকে কচুরিপানা যুক্ত খাল পাড় থেকে পুলিশ কাফির লাশ উদ্ধার করে। ওই ঘটনায় কাফির বাবা ইকবাল খন্দকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সাধারণ ডায়েরি করেন৷ ঘটনার নয়দিনের মাথায় নিহত কাফির অর্ধগলিত লাশ উদ্দার হলে পরে ক্ষেতলাল থানায় হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে৷

হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির সঙ্গে একমত হয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপেন্দ্রনাথ সিং বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে বাঁকি জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে