সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষক নিহত
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা ফজলুলুল হক (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল ) সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ীর প্রাচীরে মোটর দিয়ে পানি দেওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। তিনি তারানীপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে এবং দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক।
নিহতের পরিবারের কয়েকজন সদস্য জানিয়েছেন, সকালে মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পারিবারিকভাবে দাফন করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।