ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা.সিরাজুদ্দৌলা কুতুবী বলেছেন,জাতীয় আইনগত সহায়তা দিবসের অত্যন্ত মহৎ ও গুরুত্বপূর্ণ।এ দিবস আমাদের সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা মনে করিয়ে দেয়। আমাদের সংবিধানে উল্লেখ আছে আইনের চোখে সবাই সমান।
সোমবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে স্থানীয় আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এই মহান নীতিকে বাস্তবে রূপায়িত করার জন্য জাতীয় আইনগত সহায়তা দিবস এব্যাপারে আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করে এবং দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করার আহবান জানায়।সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে আমাদের অগ্রসর হতে হবে। এই আয়োজনের মাধ্যমে আমরা শপথ করি সমাজের সকল শ্রেণির মানুষ, বিশেষত দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে ন্যায়বিচার নিশ্চিত করবো।
এতে প্রধান আলোচক ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুরালের বিচারক এ এন এম মোরশেদ খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইলাহী।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী,অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মো.মীর মোশারফ হোসেন মানিক, উপকারভোগী সুলতানা রাজিয়া প্রমূখ।
শেষে এড কাজী মো.শাহজালাল, আবদুল আহাদ ভূঞা, আবদুছ ছাত্তারকে যথাক্রমে ১ম,২য়,৩য় শ্রেষ্ঠ বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এর আগে লিগ্যাল এইড এডিআর এর উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন ও শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যাযাদি/ এসএম