সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৪
নীলফামারীতে আইনগত সহায়তা দিবস পালিত
ছবি: যায়যায়দিন

‘দ্বন্দ্বের কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় নীলফামারীতে সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

পল্লীশ্রীর আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগীতায় সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীটিতে সকল নারী ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। পরে শহরের প্রগতিপাড়া বেগুনী নারী ক্লাব চত্ত¡রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজা, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাহীন আক্তার, উপজেলা সমন্বয়কারী মকিন চৌধুরী, প্রোগ্রাম ফ্যাসিলেটেটর সৈয়দ আলী, সাইনুল ইসলাম ও শাকিলা আফরিন, নারী ক্লাবের সভানেত্রী আরজু বেগম প্রমূখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে