রাঙামাটির রাজস্থলীর দূর্গম কাকড়াছড়িএলাকায় শতাধিক গ্রামীণ মহিলা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জম্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন কান্তি দেব।
রাজস্থলী তথ্যসেবা কর্মকর্তা লুই মারমার সভাপতিত্বে রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ‘তথ্য আপা’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প: যা জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়ন করছে। দেশের ৪৯২টি উপজেলার প্রত্যেকটিতে এ প্রকল্পের আওতায় একটি করে তথ্যকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে এক জন তথ্যসেবা কর্মকর্তা ও দুই জন সহকারী রয়েছেন। এরাই প্রকল্প এলাকায় ‘তথ্য আপা’ হিসেবে পরিচিত।
তথ্যআপারা তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাগুলোর সহজলভ্যতা নিশ্চিতকরণ, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের সহায়তা করে আসছে। এছাড়া তথ্যআপারা ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে প্রকল্প এলাকাধীন গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য. রক্ত পরীক্ষা ডাইবেটিস, পেসার, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষিবিষয়ক বিভিন্ন তথ্যসেবা দিচ্ছেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্য সেবা সহকারি মাসিনওয়ং মারমা, ম্যাসিনউ মারমা সহ অফিস সহায়ক থুইসাহলা মারমা।
যাযাদি/ এসএম