পোরশায় প্রাণিসম্পদ বিভাগের সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৭

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁ পোরশায় "সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প" এর আওতায় সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। 

সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৮৫০ জন মুরগি পালনকারী সুফলভোগীর মাঝে ৩০.৯ কেজি এবং ৬৬৫ জন হাঁস পালনকারী সুফলভোগীর মাঝে ৪১.৯ কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়। প্রাণীসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে খাদ্যগুলি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান। ইউএনও মো. আরিফ আদনান বলেন, সম্পদ বলতে আমারা শুধু টাকা পয়সা বুঝি। কিন্তু প্রাণীসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে হাঁস-মুরগি, ছাগল-ভেড়া বা গরু আপনারা যা পেয়েছেন এগুলো প্রকৃত সম্পদ। 

এদের সঠিক পরিচর্যা এবং লালন-পালনের উপর নির্ভর করবে আপনার সম্পদ কি পরিমান বৃদ্ধি পাবে। দানাদার খাদ্যগুলো আপনাদের হাঁস-মুরগি গুলোকে খাওয়াবেন। যদি এ প্রকল্প না থাতে তারপরেও হাঁস মুরগি লালন পালন চালিয়ে যাবেন। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রাণিসম্পদ হলো এক "জীবন্ত ব্যাংক"। ধান ও আম চাষের পাশাপাশি প্রাণিসম্পদ পালন করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি বলেন।  

এসময় থানা অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, এলডিডিপি ডাঃ গোলাপ হোসেন সহ সুফলভোগীগণ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা জানান, এ উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গরু, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি বিতরণ, ঘর নির্মান সহ নানামুখী কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। এ সুযোগ-সুবিধাগুলোর মাধ্যমে তারা প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়ন তথা তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে বলে তারা মনে করেন। 

যাযাদি/ এসএম