সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কালীগঞ্জে ওএমএস ডিলার নিয়োগ নিয়ে আলোচনা সভা 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৬
কালীগঞ্জে ওএমএস ডিলার নিয়োগ নিয়ে আলোচনা সভা 
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

সভা পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন ঢালী।

আলোচনা সভায় উপজেলায় ওএমএস কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে নিয়োগ প্রক্রিয়া, ডিলারদের করণীয় ও চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ওএমএস ডিলার ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ সরকারের খাদ্য সহায়তা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে সহায়তা করবে।

উপজেলা প্রশাসন জানানা, ওএমএস কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত জনগণের জন্য স্বল্পমূল্যে চাল ও আটা সরবরাহ নিশ্চিত করতে নির্ভরযোগ্য ও সৎ ডিলার নিয়োগই এই আলোচনার মূল লক্ষ্য।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে