শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল সংস্কৃতিকেন্দ্র’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিকেন্দ্রের সহ-সভাপতি মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ এবং ‘শের-ই-বাংলা জীবন ও কর্ম’ বইয়ের লেখক প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহবুবুল হক। বক্তব্য রাখেন শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, কলামিস্ট মাহমুদ ইউসুফ, জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সেক্রেটারি কবি জামান মনির ও বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারী পরিচালক তৈয়বুর রহমান আজাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরবর্তী প্রজস্মের কাছে চির স্মরণীয় করে রাখতে শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি এই উপমহাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। শেরে বাংলা শতাধিক বছর আগে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করার জন্য সংগ্রাম করেছিলেন। সেই সংগ্রামের আশি বছর পর ১৯৯৩ সালে তার সেই দাবি বাস্তবায়ন করেছে তৎকালীন বিএনপি সরকার। কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়নে তার অবদান চির স্মরণীয় হয় থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ও আযাদ আলাউদ্দীন।
যাযাদি/ এসএম