সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

চৌদ্দগ্রামে খাবার হোটেলে মাদক, গ্রেপ্তার ৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৫
চৌদ্দগ্রামে খাবার হোটেলে মাদক, গ্রেপ্তার ৪
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় ‘জান্নাত হোটেল’ নামে খাবার হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

আটককৃতরা হলো- পৌর এলাকার নবগ্রামের আবদুল কাদের, লক্ষীপুরের মোঃ আরিফ, নোয়াপাড়ার সিয়াম হোসেন শান্ত ও খুলনার সোনাডাঙ্গার মেহেদী হাওলাদার মঈন। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ মাহমুদুল হাসান।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম সোমবার দিবাগত রাতে মহাসড়কের নবগ্রাম এলাকায় ‘জান্নাত হোটেল’ নামে খাবার হোটেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবদুল কাদের, মোঃ আরিফ, সিয়াম হোসেন শান্ত ও মেহেদী হাওলাদার মঈনকে আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেলগুলোতে ট্রাকের চালক ও সহকারীদের নিকট মাদক বিক্রয় করে আসছিল। কিছু হোটেলের মালিক এবং ম্যানেজারগণ খাবার হোটেলের ব্যবসার সাথে সাথে মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে। ট্রাকের চালকেরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্য খাবার হোটেল গুলোতে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে চালক এবং সহকারীরা হোটেলগুলো থেকে মাদকদ্রব্য ক্রয় করে এবং সেবন করে। মাদকসেবী ট্রাকের চালকরা নেশাগ্রস্থ অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দূর্ঘটনার হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়কালে অবৈধ মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘মহাসড়কের পাশে খাবার হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে