সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ১৪:০৩
আপডেট  : ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৩৯
যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ২
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাত দলের সদস্যরা। এসময় পুলিশের গাড়ি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ২ জনকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলার দায়ের হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার কালাই উপজেলার চাকলমা নিমেরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী বাচ্চা মিয়ার ছেলে আজিজার রহমান (৩৮) ও একই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেন ছেলে মোঃ ইমদাদুল হক (৪৯) ।

রোববার ভোর সাড়ে ৩টায় দিনাজপুরের হিলি-ঘোড়াঘাট সড়কে পুলিশের একটি দল পিকআপে করে রাত্রীকালীন ডিউটি শেষে পেট্রোল পার্টির ইনচার্জ এসআই মোঃ রুবেল সরকার ও সঙ্গীর ফোর্স থানায় ফেরার পথে উপজেলার খাঁ পুকুর নামক স্থানে ডাকাত দলের সদস্যরা টহল গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পথরোধ করে থামানোর চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা দুইজন ডাকাতকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানা, এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় ৫জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। আমরা গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭টি লাঠি, ১বটি, ১টি হাসুয়া ও বেশ কিছু রশি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

যাযাদি/ এসএম

ঘোড়াঘাটে পুলিশের গাড়ি পথরোধ করে ডাকাতির চেষ্টাকালে দুইজন গ্রেপ্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে