সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

রাজস্থলীতে ক্ষুদ্রঋণ প্রশিক্ষণ কর্মসূচি

রাজস্থলী প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ১৩:৩৯
আপডেট  : ২৮ এপ্রিল ২০২৫, ১৩:৪৪
রাজস্থলীতে ক্ষুদ্রঋণ প্রশিক্ষণ কর্মসূচি
ছবি: যায়যায়দিন

উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি রাজস্থলী ‘উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক’ প্রশিক্ষণে গন্যমাণ্য ব্যক্তি, সমাজকর্মী, প্রশিক্ষক, স্থানীয় সংবাদকর্মী ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গ্রাম কমিটির সভাপতি এবং দলনেতাগনের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়।

প্রশিক্ষণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের কল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাজস্থলী উপজেলার ইউএনও সজীব কান্তি রুদ্র।

প্রশিক্ষণে প্রধান অতিথি সজীব কান্তি রুদ্র বলেন, দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সরকারি ঋণের অর্থ আদায়ে আইনী পদক্ষেপ এবং সরকারি অর্থ আদায়ে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর ভূমিকা বিষয়ে সেশন পরিচালনা করেন রাজস্থলীতে অতিরিক্ত দায়িত্ব সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হক।

এছাড়াও সুধীজনের মাঝে প্রশিক্ষণে আরও অংশগ্রহণ করেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী। স্বাগত বক্তব্য ও কর্মদল গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য ,দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কার্যলয়ের ফিল্ড অফিসার লিসা চাকমা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে