ডোমারে সাবেক চেয়ারম্যান তোফায়েল গ্রেপ্তার
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৩:২৮

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০(১০)২৪ নং মামলার এজাহারভুক্ত আসামি। তিনি সাবেক ডোমার উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।তোফায়েল আহমেদ বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী মোড় হতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
যাযাদি/ এসএম