নীলফামারীর ডোমার উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব ছাইফুল ইসলাম রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনের লক্ষ্যে গোটা দেশে উপজেলা পর্যায় থেকে ইমাম নির্বাচনের অংশ হিসেবে গত ১৯ এপ্রিল রংপুর বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে অংশগ্রহণ করে ডোমার উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব ছাইফুল ইসলাম রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
আগামী ৮ মে ঢাকার ইসলামিক ফাউণ্ডেশনের সভাকক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনে তিনি অংশ নেবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
যাযাদি/ এসএম