‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনগঞ্জে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইট কমিটির আয়োজনে সোমবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইউএনও জুয়েল আহমেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, অফিসার ইনচার্জ মো : আমিনূল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ সাংস্কৃতিক বাবু অমল চন্দ্র সরকার, ইসলামী আন্দোলন পৌর সাধারণ সম্পাদক মাসুদ রানা, জমিয়তে ইসলামের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমেদ, ব্র্যাকের এরিয়া অফসার (SELP) কানিজ তসলিমা রিনথী স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারি নার্গিস আক্তার প্রমুখ।
যাযাদি/ এসএম