দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ও দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ এপ্রিল সকাল ১০টায় বাঁশখালী আদালত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস ও জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মনিরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আবু নাছের, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অসিমা দেবী, অ্যাড. মুজিবুল হক, অ্যাড. তকসিমুল গণি ইমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সাধারণ মানুষ যাতে সঠিক বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য কাজ করছে চৌকি আদালত লিগ্যাল এইড। লিগ্যাল এইড অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা পেতে ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীমাংসা করায় একদিকে আদালতের মামলা জটের শঙ্কা কমছে, অন্যদিকে দ্রুত সমাধান পাচ্ছে ভুক্তভোগীরা।'
সভায় বক্তারা আরও বলেন, ‘দরিদ্র মানুষ তার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনি সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে দিবসটি সার্থক হবে।'